জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৯২

আমার ভাঙা নায়ের ভরসা কি আর
ধনীর জাহাজ যায় যে মারা, না পেয়ে তার কূল কিনার ।।
কাল মেঘ আকাশের গায়, সাজিয়াছে ঐ দেখা যায়
জীবন রক্ষা ঘটিলো দায়, কে করে জিজ্ঞাসা কার ।।
অগাধ জলধি নীরে, বেয়ে তরী চলছি ধীরে
কবে গিয়া লাগবে তীরে, নিশ্চয় নাহি আছে তার ।।
পার হইবে আশার আশে, এক তরঙ্গে সবেই ভাসে
কেউ কাঁদে, কেউবা হাসে, কর্মফলে যেমন যাহার ।।
জালালের জীর্ণ তরী, ভব সাগরে ঘোরাঘুরি
যদি তরীতে পার হতে নারি, অকূল জলে দিবো সাঁতার ।।