জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৯৬

কে অতিথি কাটায় রাতি, আমার এই যে মাটির ঘরে
উড়ে যাওয়ার পথ খুজিয়া, পিঞ্জরাতে নড়ে চড়ে ।।
আমার এই পিঞ্জরে পশি, সেই রুপের পূর্ণ শশী
লাগাইছে পীরিতের ফাঁসি, মায়ার বালুচরে ।।
সে নিদয়া পাখি কতই দুধকলা যে খায়
চক্ষের পলকে সে যে, উড়ে যেতে চায়
আমি ঠেইক্যাছি বিষম দায়, বশ করি তায় কী করে ।।
লইলে পরে গুরুর শরণ, বান্ধতে পারো সেই পাখির মন
করগে তাই স্বরুপ সাধন, মাটির দেহ খাটি করে ।।
সে যে তোরই রুপটি ধরে, মাটির ঘরে বিরাজ করে
জালাল উদ্দীন চিনলোনা রে, অন্ধকারেই রইলো পড়ে ।।