জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২২১

জানিবো কেমনে খেলিছো গোপনে
ঘটে পটে একা তুমি, দেখা নাহি যায় ।।
কখন হয়ে রাজ্যেশ্বরী, দ্বারেতে হও ভিখারী
দোষী কেবল সঙ্গচারী বানাইলে আমায়
নিজে রোগী নিজেই ওঝা, বহিতেছো ভবের বোঝা
মায়ায় বদ্ধ আমি তুমি দেহ পিঞ্জরায় ।।
নৌকা আগে বানাইয়া, কাণ্ডারী সাজিয়া
আসো যাও ঘুরিয়া পার হইবার দায়
কত যোগী ঋষি, সাধু বা সন্ন্যাসী
গৃহ ছেড়ে উদাসী, বসে গাছতলায় ।।
পূণ্যেতে বেহেশতী, পাপে হও দোজখি
নিজেরে করিবে বিচার নিজ কার্যতায়
মোর কিছু ক্ষতি নাই, যথা রহো তথা যাই
ফুল গন্ধ মিষ্টি মিঠাই একই দেখা যায় ।।
ভেবে নিরবধি, কহে জালালউদ্দী
চিনিনা জানিনা জীব, কি করি উপায়
ছায়া ফেলে রুপের ঘরে, কায়া ফেলো শূণ্য পুরে
দোষের ভাগী তাইতো তোরে বলা নাহি যায় ।।