তোর লাগি মোর ঝরে আখি, কেমনে পীরিতি রাখি
একটুখানি ফাক বুঝিয়া, ইশারাতে ডাকি গো ।।
সয়াল সংসার দেখো হাওয়াতে উড়িয়া
অভাগীরে ছাইড়ে গেলা, কিবা দোষ দিয়াগো ।।
শিকল যে কাটিয়া গেলা, আংটি রইলো পায়
তাই দেখিয়ে ধরে আনতে সকলেই দৌড়ায় গো ।।
দুধ কলাতে মন ওঠেনা, দিলাম ছাতু চিনি
তুমি যে আপন হবেনা, সেই দিন হইতে জানি গো ।।
বনে থাকো বেঈমান পাখি, চিকন দানা খাইয়া
মনে রাইখো জালাল তোরে আনছিলো মূল্য দিয়া গো ।।