ভবনদীর কূলে বসে ভাবছো কিরে মন
পাড়ি দিয়ে যেতে হবে, দিন থাকতে করো আয়োজন ।।
দমের উপর বাড়িঘর, খালি হবে সাধের পিঞ্জর
কে লইবে কার খবর, এলে বেটা কাল শমন
যমের লাঠি মারলে মাথে, ভাই বন্ধু যাবে তফাতে
যাদের লাগি দিবারাতে, খেটে করলে উপার্জন ।।
দালান কোঠা নাটমন্দির, ছেড়ে শয্যা কূলে নদীর
হবে যেদিন সুন্দর নারীর, কে দেখবিরে চাদ বদন
শূণ্য করে পরের ঘর, জমাইলে টাকা মোহর
নিদানকালে সে ধন কি তোর, ধনের কাজ দিবে কখন ?
মন্দের ভাগী কেউ না হবে, ভুলবে এ সব আলাপন
আসিয়ে সমন্ধী শালা, ভাঙিবে সিন্দুকের তালা
জালালে কয় নামের মালা, বিনে কিছুই নাই আপন ।।