জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৫৭

কোনদিন কাহার ডাক পড়িবে, সেই কথা কেউ জানলো নারে
যতই তুমি করে যাও মন, ডাক ছাড়াইতে পারবি নারে ।।
চলতি ইঞ্জিন নষ্ট হইয়া জাহাজ মারা যাবে
ত্রিবেণীর ঘাটে সেইদিন দায় ঠেকিতে হবে
গুরুর নাম যে নাহি নিবে, তরী কিন্তু ভাসবে নারে ।।
বসুমতি পরম শক্তি, হাটু আর পায়ে থাকে
ছয় মাস আগেই মরণের খবর দিয়া রাখে
মালিকে তৈল সাবান মাখে, হিসাব কিছুই রাখে নারে ।।
ব্যাভিচারী দুষ্ট স্বভাব, আরো অসুর বুদ্ধি লইয়া
মিথ্যা কয়ে দিন চলে যায়, রিপুর বশী হইয়া
যা আছে সব যাবে থুইয়া, নিজকে আপন করলে নারে ।।
লেখা ছেড়ে দেখা বিচার করতে যদি মন
ধ্যান রাখিলে হয়ে যাইতো মোক্ষ দরশন
জালালে কয় মানুষের মন আকাশে পাতালে ঘোরে ।।