জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৪২

আল্লার যত ছলচাতুরী, বুঝতে গেলে হাসি পায়
মিছামিছি মানুষের ঘাড়ে, কেন এসব দোষ চাপায় ।।
বাজিকরের খেইল পাতিয়া, থাকতে আছে শুদ্ধ হইয়া
সারা জীবন তালাশিয়া, কেউ নাহি আর তারে পায়
হারামী আর চুরি যত, করতেছে তার ইচ্ছামতো
খুন ফসাদি শতে শত, হইতেছে তার ঈশারায় ।।
নিজেরই ছলনাভরে, মারিদকে হুকুম করে
যাও মকরুমের ভিতরে, গুমান ভাসাও তার অন্তরায়
তাই সে তখন হিংসা ভরে, আদমকে না সেজদা করে
লান্নতের তখ চিরতরে, পড়ে রইলো তার গলায় ।।
এই শয়তানির গোড়াতে কে, বিচার করে আজ বলো হে
দাগাবাজি কার হয়েছে, বিধির বিধান কে ঘোরায়
ফেরেশতার বাহানা দিয়া, সাঁপ ময়ূরকে পাঠাইয়া
প্রলোভনে গন্দম দিয়া, ভেজিলো এই দুনিয়ায় ।।
হাজিহি সাজারাত কইয়া, দিলো গন্দম গাছ দেখাইয়া
লাতাকরাবায় নিষেধ দিয়াছিলো, পরে কোন কথায়
জালাল কয় সব বাতেল বার্তা, এই জগতে প্রচার মিথ্যা
সেই হলো সব পরম সত্তা, আমার কিছুই নাই হেথায় ।।