মনে নাই মোর, ক্ষমা কর মোর থাকলে কোনো অপরাধ
সেও তো বটে আমার নহে, মিটাইতে গিয়া তোমার সাধ ।।
থাকো যখন মোর অন্তরে, তোমার তৃপ্তি রক্ষার তরে
কতইনা কষ্ট করে, ছিড়ে গেছি শত বাঁধ
ভাসাইলে এই কাম বাসনা, তাতে হইলাম ঘোর দেওয়ানা
কী করি তাই মন মানেনা, রক্তের জ্বালায় রই উন্মাদ ।।
বংশবৃদ্ধি হওয়ার তরে, সাদা পানি দিছো ভরে
মিলাইয়া পরস্পরে, মীমাংসা হইলো ঘোর বিবাদ
সেই পানিতেই তোমার বাসা, টেনে আনছো ভালবাসা
না হইলে আর মন খোলাসা, হইতোনা কার মিল মিলাদ ।।
তুমি কও কি পাপ হয়েছে, এর জন্য দোজখ রয়েছে
জালালে বলে আস্তা মিছে, এইভাবে দুনিয়া আবাদ
সৃষ্টি বদ্ধ করে নিলে, তুমি কোথায় যাবে চলে
কে ডাকবে আর খোদা বলে, সবেই হয়ে যাবে আজাদ ।।