কাম পাহাড়ে ধাক্কা লেগে, মণিলাল পাথর চুয়ায়
উপর তলার রত্ন মণি, বিন্দুরুপে ভেসে যায় ।।
মণিপুরের পেলে সন্ধান, প্রেমিকের কপালে প্রমাণ
মাসে একদিন করে সে দান, শুধু সৃষ্টি রক্ষার দায় ।।
সোনাতে সোহাগা দিলে, কঠিন সোনা যেমনি গলে
লোহাতে পরশ মিলে, সোনার বর্ণ তেমনি পায় ।।
পরশ পাথর রাখো তাজা, চাইলে তোমরা ভবের মজা
আমানতি খোদার বস্তু, হিসাবে যেন পাওয়া যায় ।।