জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৪৪

মন আমার কুইচ্চা মুরগী, ডিম পাড়িয়া খাচা লয়না
রাইতে দিনে ফকফকানি একবার গিয়া কুচে বয়না ।।
একুশ গণ্ডা আণ্ডা পাড়ে, আনাযানা ঘরে বাইরে
ঠাণ্ডা হইয়া গেলে পরে কাইঞ্জ্যা আণ্ডায় বাচ্চা হয়না ।।
ঘরের কোনা হাওয়া খাইয়া, কয়েকটা দিন রয়না বইয়া
সদাই ফিরে করকরাইয়া, এই দুঃখ আর প্রাণে সয়না ।।
ভাবির মোরগ দুনিয়া লইয়া, নিতে আছে দৌড়াইয়া
অবিশ্বাসে জনম বইয়া, একটু যে আর শান্ত রয়না ।।
রথের কামাই পথে পথে, দিন যেতেছে কোনমতে
স্বভাব নষ্ট গোড়া হতে, জালালী নাম আর তো কয়না ।।