জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৮৪

সাধন করলেনা রে ও মন, হেলায় বসে দিন কাটাইলে
তোমার ঘরে ছিলো যে মালামাল, সমুদ্দুরে সব ভাসাইলে ।।
যে বিন্দুতে সকল জীবের জন্ম হইয়াছে
তারে তুমি হেলা করেই জীবন গিয়াছে
সাথে শমন ঘুরিতেছে, এবার বিষম দায় ঠেকিলে ।।
আজব কাণ্ড করলো কতই ব্রহ্ম অণ্ড গড়ে
অণ্ডের ভিতর প্রাণ যায় কীসে, বাচ্চা যদি মরে
কত জন্ম জন্মান্তরে, ভেবে তারে ঠিক না পাইলে ।।
মরা হইয়া লুকাইলে, সে শক্তি পদ্মের তলে
শক্তি জেগে মুক্তি আনে, মহাজন সব বলে
দিন চললো তার কৌতুহলে, মিছা মায়ায় বেভুল রইলে ।।
ব্রহ্মপুরে পরমাত্মা ঘুমিয়ে রয় তোমার
তাহার সাক্ষাৎ না হওয়াতে ঘুচলোনা আঁধার
জালাল বলে ভাব জাগে যার, সে পায় তাহার ধ্যান করিলে ।।