জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৩২৭

কোলে নেওগো মা জননী
জগৎ ভরা ছেলেমেয়ে, তুমিই গর্ভধারিণী ।।
আমায় দিয়ে নাই তোর আশা, ভুলেছো তাই ভালবাসা
ঘটলো এখন এ দুর্দশা, কেঁদে মরছি দিন রজণী ।।
লোকে বলে মা মরেছে, জগতে আর কেউ না আছে
রুপ লাবণ্য সব গিয়াছে, ঘুরাইতে হয় কলুর ঘানি ।।
তোমার হাতে ভাঙ্গাগড়া, ভাণ্ডারেতে ভাগ্য ভরা
ভক্ত হলো ভবে যারা, পাইছে রত্ন সোনার খনি ।।
যে বোঝেনা পুত্রের বেদন, মা হওয়া তার নয় বিলক্ষণ
জালালকে তুই জন্মের মতন পুত্র বলে ডাক মা শুনি ।।