হিসাব করে দেখ, পালিয়ে যাবে সেদিন কোনখানে
ইসরাফিলে ফুকবে শিঙ্গা, কিয়ামত হবে যেদিনে ।।
পাকা দাড়ি লম্বা করে, রং দিলে ভাই মেহেদীর
তলে তলে হিসাব নিলে, ভেলকিবাজি চাতুরীর
নাম জানাইলে বাহাদূরীর, ঠেকবিরে ঘোর নিদানে ।।
পাহারাতে দুনিয়াই ঘেরাও, মানুষের এই তোপ কামান
সবই একদিন ব্যার্থ হবে, থাকলে শত সাবধান
বন্ধ হলে বাতাস উজান, মাটির বুকে নেয় টেনে ।।
স্বার্থ নিয়াই কত তপস্বী, ছাটা দেয়না চুলদাড়ি
গোসাইগিরি পীর পীরানি, ঘুরতেছে বাড়ি বাড়ি
হবেনা কার ছাড়াছাড়ি, ভাবলোনা তাই পরাণে ।।
চামড়ার জুতায় রং দিলে খুব, পায়ের নীচেই থাকিবে
যার যা ইচ্ছা রং ধরে যা, মাটি একদিন ডাকিবে
কারে কেমনে সে রাখিবে, এই কথা আর কে জানে ?