অকূল নদীর পাড়ে দেখা দিও বন্ধুরে
নিদান কালেতে দিও দেখা, অকূল নদীর পাড়ে ।।
বন্ধুরে, ভাই বান্ধব মায়া ছায়া যাবো যেদিন ছেড়ে
ভাঙা নায়ের মাঝি হইয়া বাইয়ো ধীরে ধীরে রে ।।
বন্ধুরে, মেঘে যেদিন ছাইবে আকাশ, পড়বো অন্ধকারে
সেই দিন তুমি নিও আমার দুইটি হাতে ধরে রে ।।
বন্ধুরে, ডাকলে যেদিন কেউ শুনবে না, চাইবেনা কেউ ফিরে
বুক ভাসিয়া যাইবে আমার দুই নয়নের নীরে রে ।।
বন্ধুরে, জালাল উদ্দীন বলে আমার শুনরা নাই সংসারে
মরমের বেদনা যত, রইয়া গেলো অন্তরে রে ।।