জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৪৩

জীবন গেলো অকারণে, হুশ করগে মন দিন থাকিতে
কি ছিলে আর কি হইলে, গেলেনা সেই নিকাশ নিতে ।।
রবি মঙ্গল বৃহস্পতি ডাইনে শনি চলে
সোম শুক্র বুধ বামেতে, মায়ের সঙ্গে মিলে
একদিন নাহি হিসাব নিলে, চললে কত বিপরীতে ।।
মাতাপিতার সঙ্গেতে যোগ, গঙ্গা আর যমুনা
চিরদিন তার সুত বহিছে, খবর লইলে না
বেখবরে রইলে কানা, পারবেনা সেই হিসাব দিতে ।।
চব্বিশেতে তারি চন্দ্র, যেবা সাধন করে
ব্যাধিমুক্ত নিত্য দেহ, সোনার কান্ত ধরে
সেই দিকে তোর মন না পড়ে, গেলেনা আর চান ধরিতে ।।
অমূল্য ধন থুইয়ারে তোর ঘরের ভিতরে
ব্রহ্মাণ্ড খুজিলে জালাল, কেবল এই বাহিরে
দিন গেলে আর আসবেনা ফিরে, সময় হলো, যাও চিনিতে ।।