জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫৯৯

কোথায় যাবো কি করিবো, ভাবছি তাই নিরলে বইয়া
হাওয়া যেদিন বন্ধ হবে, অন্ধকারে রবো শুইয়া ।।
গুপ্ত পুলিশ সঙ্গে আছে, সদায় ফিরে পাছে পাছে
পলাইতে না পথ রইয়াছে, সকল বিষয় দিবে কইয়া ।।
দেহ বাংলার জমিদারী, নিকাশ দেয়না নায়েব মুহুরি
হলো তাই পরোয়ানা জারি, ঘরের বেড়ায় লটকাইয়া ।।
খাইয়া সব ইংরেজী খানা, কোরমা পোলাও ভাজা ভুনা
জিহ্বায় এখন কিছুই চায়না, উপবাসী রই পড়িয়া ।।
তেরো নদী সাত সাগর, জল শুকাইয়া গেলো সকল
পরমায়ূ শক্তি সম্বল, বাক্য গেলো বন্ধ হইয়া ।।
জালাল কয় তোর পালা শেষ, হইতে হবে নিরুদ্দেশ
কে জানে হায় যাবি কোন দেশ, দালান কোঠা ফেলিয়া ।।