জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬০১

চিনা যায়না বাবুসাহেব রঙ্গি চঙ্গি পোশাক পরে
বছরখানেক আগে দেখছি চাপদাড়িটা দু গাল ভরে ।।
বয়সেতে ঠিকই বুড়া, কাজেতে শয়তানের ঘোড়া
দেখায় একটা জুতার মুড়া, চব্বিশ ঘন্টা পরে পরে ।।
শরা শরীয়ত আর মানেনা, বলে এসব আছে জানা
চোখ থাকিতে চশমাকানা, মদ খেতে যায় বেশ্যার ঘরে ।।
যত গুণ্ডা চোরের সনে, ভাব রেখে নেয় মনে মনে
গুদাম পুইড়্যা টাকা গোনে, মস্ত মানুষ দাবী করে ।।
বাপদাদার নাম কেউ জানেনা, অল্পদিনের আমিরানা
পরিবারে নামাজ মানা, রোজা রয়না অনাহারে ।।
জালালে কয় এই মতো, চক্ষে পড়ে শতে শত
নাম করে আর বলবো কত, বড়মানষাতি দাবী ধরে ।।