দরবেশ তুমি আল্লা খোজো, ঋষি খোজে ভগবান
হয়না দেখছি কারো সাধ্য, করতে তার অনুসন্ধান ।।
ছিড়া কাথা লেংটি জটা, উর্দ্ধ অঙ্গে দীর্ঘ ফোটা
মিছে এসব ফন্দী আটা, সার করিয়া বন শ্মশান ।।
ভগবান নয় জানোয়ার, কীসে দেখা পাবি তাহার
পাইলে পাবে স্বরুপ সাকার, যেরুপ আছো বর্তমান ।।
তন্ত্র মন্ত্র উপবাসে, প্রাণায়াম কি রুদ্ধশ্বাসে
থাকতে আছো কোন বিশ্বাসে, করে শুধু হাওয়া পান ।।
নিজকে যখন চক্ষে ভাসে, বাক্যে তখন সিদ্ধি আসে
সকল বন্ধন যাবে কষে, আগ দুয়ারে উড়বে নিশান ।।
তারে আর ভেবোনা জুদা, খোদ নিজেই হয়েছে খোদা
জালালের মন বেহুদা, ঘুরেছে পাহাড় ময়দান ।।