অভিনয় মোর শেষ করিবো, যবনিকা পার হইয়া
চলে যাবো হাওয়ার সনে এক্কেবারে মিশিয়া ।।
বিচার যদি হয় কখন, করতে হবে দেহ ধারণ
যেমন ভাবে আছি এখন, তেমনি করে সাজাইয়া
কে কীসে আর গড়বে মোরে, কুদরতের এই সমুদ্দুরে
তালাশিয়া পাইবে নারে, লুকাইবো যে কই গিয়া ।।
ফাঁকা আওয়াজ কতই শুনে, ভয় পাইয়া রই মনে মনে
ছিলাম আগে যে যেখানে, যাবো তথায় চলিয়া
রয়ে গেছে তার আকর্ষণ, ব্যাপ্ত হয়ে এ ত্রিভুবন
বাতাসে মিলিবে পবন, নিশ্চিহ্নেতে এক হইয়া ।।
সুখ দুঃখের অতল তলে, যে আগুন হৃদয়ে জ্বলে
নিশ্চয় একদিন ভেসে উঠবে, পাহাড় পর্বত ছেদিয়া
অন্তর আমার চাহে যারে, শেষে গিয়া পাবোই তারে
জালাল কহে বারে বারে, পড়ে থাক তোর নিজকে নিয়া ।।