এশকেতে আউলিয়া বন্দী, দ্বীনিয়াতে পয়গম্বর
তাইতো দেখি দুয়ের মাঝে ফারাক আছে বহুতর ।।
শান্তিমতে চলার পথে বলছে যারা পৃথিবীতে
পয়গম্বরি দরজা তাদের, মানুষের কাছে পায় আদর ।।
মজ্জুবে কয় আল্লা বিনে, নাই কিছু আর ত্রিভুবনে
পড়ে থাকে জঙ্গল বনে, ছেড়ে দিয়া বাড়িঘর ।।
প্রেমের দেশে ভাবের খেলা, ভাবেতে প্রেম হয় উতলা
নাম নিয়া তার আগুন জ্বালা, মানুষেতে বিশ্বাস কর ।।
এখান হইতে ছেড়ে গিয়া, অমরত্ব প্রাপ্ত হইয়া
ব্রহ্ম অণ্ডে দৃষ্টি লইয়া, ঘুরছে মানুষ নিরন্তর ।।