নিকটের বন্ধু তুমি, তোমার মত নাই আপন
ভুলে পড়ে ভুলে গেছি, স্মরণ হয়না জন্ম মরণ ।।
তোমার মত এত কাছে, পৃথিবীতে কেউ না আছে
আছাড় খেয়ে শিশু বাঁচে, দেখে অবাক হই তখন ।।
নিশ্বাসের বায়ু যত, কিনে যদি আনতে হত
ধনরত্নে না কুলাইতো, এমন সস্তা নাই কোনো ধন ।।
তুমি তাতে আছো বলে, মহাপ্রাপ্য করে দিলে
বিচার করলে জগৎমূলে, হয়না যে তার মূল পূরণ ।।
জানিনা কোন মায়ায় পড়ে, রাখলে এত আদর করে
বিনিময়ে কি দেই তোরে, কাদতেছে জালালের মন ।।