তোমায় আমি খুজতে এসে, হারাইয়া গেলাম অন্ধকারে
আঁধার রাতে নিরালাতে, চির চেনা ঘরের দ্বারে ।।
জগতে রয় জানাজানি, তুমি মস্ত অভিমানী
দেখলে কারো চোখের পানি, দয়া হয়না তোর অন্তরে ।।
শুয়েছিলাম তোমার সাথে, স্বপন ভেঙ্গে মধুরাতে
কেমন করে কোনবা পথে ফেলে অভাগারে ।।
পথের নাহি আছে শেষ, হেঁটে হইলাম নিরুদ্দেশ
চক্ষের পলক একটি নিমেষ, পাইলে না দিতাম ছেড়ে ।।
জানো কেবল ফাকিঝুকি, অশ্রুহারা কঠিন আঁখি
মায়ার টানে মনে রাখি, কাঁদে জালাল বারে বারে ।।