জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১০২

পাতালে এক পরশমণি, সাপের মাথায় চতুর্দলে
জলের নীচে আগুন দেখে পলাইছে খুব নীরলে ।।
পাতালেতে পুলে টঙ্গি, এক রসিকের অনেক ভঙ্গি
সঙ্গে আছে তিনজন সঙ্গী, যমুনার দক্ষিণ কূলে ।।
ডাইনে বামে কৃষ্ণ রাধা, বাঁশির সুরে জগত বাঁধা
বাঁশিতে দশটি ছেদা, শ্যামে বাজায় কদম তলে ।।
শ্রীমতির প্রেম সরোবরে, নিত্যলীলা যোগ ধরে
জালালে কয় নেহার করে, গোপন ঘরের তালা খুলে ।।