জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৯৪

এ জীবনে তোমার সনে আর কি দেখা হবে রে
শ্যাম কালিয়া দুঃখিনীরে যাইয়োনা আর ফেলিয়া ।।
বন্ধুয়ারে, সাধে সাধে প্রেম করিলাম, আগে না জানিয়া
তুষের আগুন দিছো তুমি অন্তরায় জ্বালাইয়া রে ।।
বন্ধুয়ারে, আগে যদি জানতাম তুমি যাইবারে ছাড়িয়া
চরণের নূপুর হইয়া থাকিতাম বেড়িয়া রে ।।
বন্ধুয়া রে, এত দুঃখ আর কতকাল, রাখিবো চাপিয়া
ঘর ছাড়িলাম মুই অভাগী, প্রেমের আগুন লইয়া রে
শ্যাম কালিয়া, দুঃখিনীরে যাইয়োনা আর ফেলিয়া ।।