জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৪৫০

পড়ে গেলাম অসম্ভবে, আশ্চর্য এই ভবে
জ্ঞান হয় কর্তা আছে কোনো জন ।।
অচিন্ত্য অদ্ভূত অখণ্ড অখিলে
সৃষ্টিতে কেউ স্রষ্টা না থাকিলে
জগৎ ভেঙ্গে যেতো বিশৃঙ্খলে
শৃঙ্খলায় নাহি চলিতো এমন ।।
গগনে পবনে, চন্দ্র আর তপনে
একের সঙ্গে অন্যে রেখে আকর্ষণ
গ্রহ তারা লয়ে, অখণ্ড বলয়ে
নিয়মের বশ হয়ে করিছে ভ্রমণ ।।
জীবন ভরিয়া যার, যা হবে দরকার
চাহিলেই পাওয়া যায়, সব আছে তৈয়ার
হাত বাড়াইলে মিলে, স্থল কিবা জলে
অনল অনিলে সবই আছে বর্তমান ।।
নিরন্তর তাহারই মমতার গুণে
স্নেহের সঞ্চার হয় মা বাপের মনে
এই ত্রিভুবনে, জনমেরই আগে স্তনে
দুগ্ধ দিয়া হয় জীবের জীবনধারণ ।।
আঁধারেতে আলো আর ব্যাধিতে ঔষধি
সমুদয় হলো বিধাতার বিধি
না রহিতো যদি, উপায়েতে সিদ্ধি
বদ্ধ রইতো জগৎ, বৃদ্ধি হইতো মরণ ।।