জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫০১

ভাবলেনা তুই নিজের লাগি, পরের দ্বারে কাঁদলে কেবল
সাগর পাড়ে নদীর ধারে, ঘর বাধলে হয় সব রসাতল ।।
মোহ মদে মত্ত রইলে, ও তুই পূর্ণ অহঙ্কারে
জীবন ভরে জোর খাটাইলে, রাগের অত্যাচারে
কুদিন আসবে সুদিন পরে, দশ ইন্দ্রিয় হইবে অচল ।।
দুষ্টা নারী শঠ বন্ধু হয়, সর্বনাশের মূল
না বুঝিয়া মন বেহায়া তারেই দিলে কুল
ভাঙ্গবে যেদিন মোহেরই ভুল, আসবে ছবি তোর অবিকল ।।
কুবুদ্ধি কুমতি আর যত কুচিন্তাকে লইয়া
মিথ্যা বয়ে জীবন গেলো, রিপুর বশী হইয়া
কাঁদতে হবে একলা বইয়া, দেশ বিদেশ করেছো দখল ।।
সাধ্য বস্তু থুইয়া তোমার ঘরের ভিতরে
ব্রহ্মাণ্ড খুজিয়া বেড়াও, কতই ভঙ্গি ধরে
যেতে হবে জালালপুরে, হাত করে নে পথের সম্বল ।।