কই তুমি আছো খোদা, তোর লাগি রই পেরেশান
তুমি আমি এক হইলাম না, রইলো সামান্য ব্যাবধান ।।
আপন ভেবে আছো তুমি, আমার এই না ঘরেতে
যখন যেথা চলি আমি, তুমি থাকো মোর সাথে
এলেনা আর দেখা দিতে, রইয়া রইয়া কাঁদে প্রাণ ।।
পাগলা মনটা চাইয়া থাকে, তোমায় পাইবার লাগিয়া
সপ্ত নরক, হাবিয়া দোজখ, সকলই গেলো নিভিয়া
কিয়ামত হাশর পুলছিরাতে, ভয় নাই আমার মন পাষাণ ।।
তোমার অংশ আমি বংশ, থাকতে আমি বর্তমান
আমায় নিয়া তুমি হইয়া, লুকাইয়াছো কোন স্থান
আমি না থাকিলে তোমার খেলা হইতো অবসান ।।
ভাব রাজ্যে তুই গদিওয়ালা, পাইকারের আর সীমা নাই
প্রেমে আত্মহারা হয়ে, জগৎ জুড়ে করছো ঠাই
এশক জ্বালায় পুড়িয়া ছাই, গাইতেছি জালালি গান ।।