জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১০৬

স্বামী আমার লয় না প্রসাদ, কইবো দুঃখ কার সনে
যত্ন করে পাক করলাম না, হলদি মরিচ তেল লবনে ।।
বক্ষস্থলের মধ্যভাগে আগুন দিলাম অনুরাগে
খুজে গিয়ে আনলাম আগে, প্রেমকাষ্ঠ সব কামবনে
তিন রতি কস্তুরী নিয়া, শেষে আদার রস মিশাইয়া
তেজপত্রে ফোড়ন দিয়া, মকার পঞ্চ পিয়াজ বর্জনে ।।
যষ্টিমধু পঞ্চরসে, জায়ফল দিলাম শিলায় ঘষে
ভক্তি চন্দন জ্ঞানের বাসে, বসাইলাম এ হৃদ আসনে
ষোলো কলার পাতা কাটিয়া, ভোগ সরাইয়া মাথে নিয়া
নয়ন জলের ছিটা দিয়া, রেখে দেই তার সামনে ।।