কত দুঃখ দিলা বন্ধুরে, আমার খাকের দেহে কুলায় না
দুঃখ আর সইতে পারিনা ।।
বন্ধুরে, নারী যদি না হইতাম, সইতামনা যন্ত্রণা
কোথায় তোরে তালা দিবো, পাইনা সেই ঠিকানা গো ।।
বন্ধুরে, ছায়ার জন্য বটবৃক্ষ, ফলের জন্য নয়
দেখলেই জুড়ায় জীবন আমার, জানিও নিশ্চয় গো ।।
বন্ধুরে, কলার মধ্যে বিচি যেমন, দেয়না তারে চারা
আমার লাগিয়া তুমিও তেমন, থাকতে হইলা মরা গো ।।
বন্ধুরে ঝরণার পানি ঝরে, পাহাড় চুয়াইয়া
নদী বাইয়া নীল দরিয়ায় মিশিতে গিয়া গো ।।
বন্ধুরে, মণিমুক্তা রয় সাগরে, পরশ লাল পাথরে
তুমি থাকো অচিন দেশে, জালাল পাগলার ডরে গো ।।