জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৮৮

এপার থেকে জানতে গিয়ে সেই পাড়ের মানুষের খবর
হয়ে গেলাম সর্বশান্ত, ভাত মিলেনা ছেড়া কাপড় ।।
গেলো যারা গঙ্গায় ভেসে, কথা কয়না ফিরে এসে
সুখে নাহয় দুঃখের দেশে, একা একাই বাধছে ঘর ।।
চুলের সেতু হীরার ধার, নিমিষেতে হইয়া পার
কই গেলো আমার আমার, দারা পুত্র বেরাদর ।।
আছেন খোদা সেই পাড়েতে, প্রাণী যেথায় নারে যেতে
ঘুরবে বলে দিনে রেতে, সবাই বদ্ধ ডিমের ভিতর ।।
ডিম্ব যেদিন ছুটে যাবে, সেইদিনে তার দেখা হবে
মন মজিবে প্রেমের ভাবে, দেখিবে রুপ নিরন্তর ।।
জানতে যদি চাও সন্ধান, জালালদ্দীর কথা মান
মানুষই জগতের প্রধান, একটাকে ঠিক করে ধর ।।