জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২৫৯

পাখি যদি আপন হইতো, কথা কইতো
বসে আমার আপন ঘরে ।।
তুইরে সাধনের পাখি, তোমায় ডাকি
আঁখি মেলে দেখনা মোরে
সারা জীবন থাকরে ও মন, প্রেমের বাধন
কোনোদিনও যাইসনা ছিড়ে ।।
পিঞ্জরায় থাকিয়া পাখি, হওনা সুখি
খাওয়াই কত যত্ন করে
থাকতে চাও অধোমুখে, কোন অসুখে
আমায় ছেড়ে যেতে চাওরে ।।
কতই তুমি বেড়াও ঘুরে, দেখাও মোরে
রসের ভঙ্গি অঙ্গে ধরে
জালালের কথা ধরো, স্বভাব ছাড়ো
নাম পড়ো সেই দুই অক্ষরে ।।