জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৪২

নদী তুই কীসে হবে পার
শুকনা গাঙ্গে জোয়ার এসে, পলকেতে হয় সাঁতার ।।
সাধনে হয় সপ্তগুণ, পুরুষেতে রয় নবগুণ
আটচল্লিশ গুণ আছেরে মন, মেয়ের অলঙ্কার
জীবন মরণ দুই দিকেতেই মেয়ের অধিকার
কর্মক্ষেত্রে নিয়ে পরে, ছেড়ে দিয়ে ধরে আবার ।।
ধরা পড়ে স্তন্য পিয়ে, সবাই আজি সতেজ হয়ে
জাতের জাতকে করছি বিয়ে, দিয়ে ধর্মের ভার
কায়া ছায়া একই শুধু, ভিন্ন তার ব্যাবহার
পরকালে পাবে কিসে, জানে কয়জন সেই বিচার ।।
জীবন পথে যে সঙ্গিনী, ধর্ম পথে সেই তিনি
ঘরের মানুষ নাহি চিনি, যে করবে উদ্ধার
জালালে কয় মূলধন চিনে, বুঝে লয় ব্যাপারে
মেয়ের হাটে মেয়ের ঘাটে, মেয়ে ছাড়া নাই দোকানদার ।।