জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৩২

ও রাগিণী মন মোহিনী, তুই কীরে তার মুখের ভাষা
তোর পাখাতে পাখি হয়ে মিটে আমার সব পিপাসা ।।
শব্দরুপী চেতনাতে, জগত ভরা বেদনাতে
তার সাথে কি দ্যোতনাতে, তোর হলো এ ভালবাসা ।।
এপারে ওপারের গন্ধ, তুই হলি তার সেতুবন্ধ
ঘুচে গেছে মনের ধন্ধ, জেগেছে তাই বিপুল আশা ।।
ধরম তুমি অক্ষয় অব্যয়, স্নিগ্ধ শান্ত মধুর চিন্ময়
তোমাতে মোর জাগে হৃদয়, ভয় ভাবনা হইবে নাশা ।।
যে নাদে ব্রহ্মাণ্ড সৃজন, তোমাতে আছে গোপন
ঝংকারেতে জালালের মন, অলকপুরের হয় যে চাষা ।।