কোনখানে সজিদা করবে, জায়গা নাই আর দুনিয়ায়
শয়তান লইয়া সেজদা দিলে, কবুল হইবেনা দরগায় ।।
আদমকে করলে এতেকাদ, শয়তান হয়ে যাবে তফাত
থাকে যদি দিলের সাধ, সেজদা দেও মানুষের পায়
কালি কলম কাগজে, তারাও যখন মানুষ ভজে
তবে কেন মাঝে মাঝে, শরীয়তে আজ লাঠি ঘুরায় ।।
এই চৌদ্দ ভুবন জুড়িয়া, গেলো মকরুম সেজদা দিয়া
তুমি এখন কোথায় গিয়া শির ঝুকাবে হায়রে হায় ?
দেখনা যে তোর কেতাব টেনে, আদমকে খোদা জেনে
মকরুম যখন নাহি মানে, লান্নতের তৌক তার গলায় ।।
থাকতে শয়তান পৃথিবীতে, যাবেনা আর সেজদা দিতে
করলে একবার সরল চিতে, মুক্তি দিত আজ বিধাতায়
সে কথা সব ভুলে গিয়ে, নামাজ পড় কই বসিয়ে
জালালে কয় বিচারিয়ে, বাকী রইলো মানুষের পায় ।।