জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৮৯

সত্য বিষয় উদ্ধার করো, গভীর জলে ডুব দিয়া
অসার জীবন কাটাইসনা আর মিছামিছির বোল নিয়া ।।
আল্লায় যখন এশক ভরে, নিজের ছুরত ধেয়ান করে
সৌন্দর্য দেখিয়া নাকি নূর নিকালে আশেক হইয়া ।।
সেই নূর চারি অংশে গেলো, লওহে মাফুজ তৈয়ার হলো
ধর্মশাস্ত্রে লেখা আছে, দেখছে সবাই পড়িয়া ।।
কাজ হয়ে বসবে আবার, যখন হয় হাশরের বিচার
মস্ত একটা মানুষ আকার, কল্পনায় নেয় ধরিয়া ।।
নিরঞ্জন হয় নিরাকার, পরিব্যাপ্ত জগত সংসার
মন ভোলানো গল্প ফেদে আসল ফেললো ঢাকিয়া
আবোল তাবোল সার হয়েছে, নিরাকার সে রয়েই গেছে
শূণ্য সময় আসল ব্যাপার, জালালে কয় ভাবিয়া ।।
গ্রহ তারায় মুখ দেখালো, তা হতে সব প্রকাশ হলো
খোদা নাম তার দেখালো, রাখবে কেমনে চাপিয়া ?