বারণ করো জন্ম দেওয়া, সুখ যদি ভাই চাও জগতে
সকল দুঃখ দূর হইবে, খাইতে পারবে দুধেভাতে ।।
মনে সাহস বাড়বে তবে, খাতির একটু করবে সবে
মিষ্টি কথায় ইষ্টি দাবী, করবে সবাই দিনে রাতে ।।
ক্রমে যখন বাড়বে টাকা, বুদ্ধি তখন হবে পাকা
পারা যাবে সুখে থাকা, মান্য হবে মূর্খতাতে ।।
বিদ্যা বুদ্ধি থাকলেও তোমার, মূল্য একটু বাড়বেনা আর
চক্ষে দেখবে ঘোর অন্ধকার, ধরবে এসে রসে বাতে ।।
নিজে হয়ে নিজের বাদী, কেউ করোনা বিয়েশাদী
জীবন যাবে কেবল কাঁদি, বসে বসে নিরালাতে ।।
সংসারে আজ নাহি বিচার, পদে পদে ঘোর অবিচার
চোরেরা পায় পুরস্কার, জুতা মারে সাধুর মাথে ।।
স্বাধীন ভাবে চললে ভবে, কাম বাসনা ছাড়তে হবে
উন্নতি চাও, একলা রবে, সার পাবে সব সাধনাতে ।।