জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৫২৬

প্রেমের ভাও না জেনে, কাম নদীতে ডুব দিওনা
মানব জনম গেলো বিফলে, দিন থাকতে আর হুশ করলেনা ।।
দেহে তোমার জীবন এলো, রসভোগ করিতে
রিপুগণের হাত ছাড়াইয়া, পারলোনা আর যাইতে
মনের কোলেই শয্যা পেতে, জ্ঞান সাগরের ঢেউ পাইলোনা ।।
গুপ্ত নদীর পদ্মবনে হংস হংসীর বাস
তাদেরে ধরিতে গেলে, করতে হয় সব নাশ
কাটিলে ছয় রিপুর পাশ, মিলে রত্ন কাঞ্চা সোনা ।।
লবণ ইক্ষু সুরা সর্পি, দই দুগ্ধ আর জল
তেরো নদীর সপ্ত ধারা, বইছে অবিরল
চিনলো যারা সাধু তারা, শমনেরই ভয় রাখেনা ।।
চান ভাসে ঐ নদীর তলায়, দেখতে মনোহর
ফকীর সাধু তারই লাগি, ছাড়লোরে বাড়িঘর
জালালে এর পায়না খবর, পূর্ণ শান্তি তাই হলোনা ।।