মুলকে হিন্দে গরীব নেওয়াজ, চাই তোমার মেহেরবাণী
পাক পাঞ্জাতন করি স্মরণ, পরলোকে ওয়ায়েশ করনি ।।
নবী তরু, শাখা আলী, হাসান বসরী পয়লা কলি
চৌদ্দ সিড়ি পরে ফোটে খাজা ওসমান হারুনি ।।
কী প্রেম শিখায়ে গেলো, এক ধ্যানে জীবন নিলো
ধ্যানে বসে রতি শেষে, উপাসনায় গেলো পরানি ।।
গাহিতে কাদেরী গান, বাগদাদে গেলো কত প্রাণ
জজবা হালে মইলো দেওয়ান, শেখ মোহাম্মদ ইসপাহানী ।।
গজল শুনে গেলো মরি, কুতুব উদ্দিন বকতিয়ারী
আজ অবধি গাহিতেছে, ফেরেশতা সব আসমানী ।।
শেখ ফরিদের শের খলিফা, নিজাম উদ্দিন আউলিয়া
সারা জীবন না ঘুমাইয়া, কাটাইলো জিন্দেগানী ।।
মঈন উদ্দিন হিন্দে সুলতান, গাউসুল আজম দয়াবান
অফুরন্ত ভাণ্ডারের দান, চাহে বাদশা ভিখারিনী ।।
রুহানী তাকতে এসে, সজল নয়নে ভেসে
নূরের জ্যোতি গায়ে ঘষে, দূর করে যাও পেরেশানি ।।
জালাল উদ্দিন জন্মের মত, চক্ষের জল টানিবে কত
দিলের দরদ মনের আশা, ব্যাকুলতায় ছটফটানি ।।