এপার আমি ওপার তুমি, কীসে দিবো পাড়ি তার
ঢেউ দেখিয়া রইলাম চাইয়া অন্তহীন দরিয়ার ।।
হাওয়ার চোটে উতাল পানি, ছুটে কোথায় যায় না জানি
কাপছে ভয়ে পরাণখানি, কে হবে মোর কর্ণধার ।।
কতদিন আর বসে বসে, মরবো আমি হা হুতাশে
ভাঙ্গা তরী কিনারে ঘেষে, বেয়ে দেখবো ভাটি তার ।।
যাদের নায়ের মাঝি পাকা, তাদের নাহি লাগে ধোকা
চলছে কত জাহাজ নৌকা, উঠছে পড়ছে বৈঠা দাড় ।।
জালাল উদ্দীন নিদান কালে, ডাকছে বন্ধু এসো বলে
প্রাণ যাবে মোর তা নাহলে, কলঙ্ক থাকিবে তোমার ।।