কত কষ্ট পাইলাম বন্ধুরে, তোর লাগিয়া দেওয়ানা
মন জানে আর কেউ জানেনা ।।
বন্ধুরে, তোমায় পাবো পাবো বলে, ইহজীবন গেলো বিফলে
প্রেমের ফাঁসি লইয়া গলে, হইলো কি লাঞ্ছনা
কলিজা হইয়াছে ছিদ্র ধরেছে গুণে, ছাড়েনা ।।
বন্ধুরে, কাঁন্দাইলি যে অবধি, ভাসাইলাম কত নদী
শুরু হইতে আজ অবধি, একদিন আর পেলেম না
যে যাহারে ভালবাসে, ব্যাবহারেই যায় জানা ।।
বন্ধুরে, কাষ্ঠে লোহায় পীরিত করে, নৌকাটি সাজিয়া পরে
দুয়ে মিলে যুক্তি করে, শুকনায় থাকেনা
জলের বুকে জীবন কাটায়, এই পীরিত আর ভাঙ্গেনা ।।
বন্ধুরে, জানে ঐ জহুরী যারা, ভেড়ার শিংয়ে গলে হীরা
সোনা রুপায় চায় সোহাগা, যার লাগি যে ফানা
জালাল চাহে মনের মানুষ, ভবে নাই যার তুলনা ।।