জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ১৭৩

কান্দাইলে কি হবেরে
ছাড়বোনা তোর প্রেম আশা এ জীবন ভরে ।।
সদায় আড়ালে লুকাও, আশা না পুরাও
আমার পানে চাইতে কেন লাজে মরে যাও
ভাব দেখিয়া দ্বিগুণ জ্বলে প্রেমের আগুন অন্তরে ।।
আমার জীবনের নাই আশ, কঠিন প্রেমের ফাঁস
গলেতে বেঁধেছো তুমি কি যাদু করে
প্রাণ তোমার চরণে বান্ধা, নয়ন বান্ধা রুপ সাগরে ।।
তোমার মন ভালোনা শ্যাম, এইবার বুঝিলাম
মুখের দুটো কথা কইতে কে মানা করে
চাতুরী খেলিতে বুঝি, আনলে আমার বাসরে ।।
জালাল উদ্দীন আর কতকাল পীরিতের জঞ্জাল
সহ্য করে ধৈর্য্য ধরে থাকিবে সংসারে
কে জানেরে কেমন হবে, মান করে তুই থাকলে দূরে ।।