জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২১২

আত্মসাধন করলেনা মন, বসে আছো কার আশে
বনে যাওয়ার নাই প্রয়োজন, চিনতে পারলে গৃহবাসে ।।
চোখের জলে প্রাণের টান, শুদ্ধজ্ঞানে স্বরুপ ধ্যান
করলে পাবে মোক্ষ সন্ধান, প্রাণায়াম কি রুদ্ধশ্বাসে ।।
পরম যুক্ত জীব সর্বক্ষণ, ঘৃত বিলীণ দুগ্ধে যেমন
দই পেতে তার করলে মন্থন, ঘোলের উপর মাখন ভাসে ।।
যে অখণ্ড ব্রহ্মাণডময়, দেহাশ্রিতে খণ্ড তিনিই হয়
নিরাকার আকারে রয়, আলোক যখন আঁধার নাশে ।।
খণ্ডের যেজন লয় পরিচয়, এক দেখে সে জগতময়
জালাল উদ্দীন ভাবিয়া কয়, কান টানিলেই মাথা আসে ।।