মন মসজিদে নামাজ পড়, কেবলা কাবা চিনিয়া
মদীনা জিয়ারত কর, মুর্শীদের রুপ চাহিয়া ।।
মুর্শীদকে আনিয়া ধ্যানে, ছাবেদ কর আপন মনে
আশেক নইলে কেউ না জানে, নেস্থি হালে না গিয়া
দিলেতে রয় খোদার আসন, বরজুক নিলে হয় মহাজন
ধনীর ঘরে থাকিবে ধন, সারা জীবন ভরিয়া ।।
চিনে লও কুদরতি মুছলা, কুলুবেল মমিনে আল্লা
ঠিক করে লও মাপের পাল্লা, জ্ঞান পাথরে তৌলিয়া
মনের ওজন ঠিক হইলে, বেহেশতখানায় যাবে চলে
সব মানুষের দিলে দিলে রাখছে নিক্তি টাঙ্গাইয়া ।।
পাকেতে হয় পাঞ্জেতন, না পাকেতে রয় নিরঞ্জন
দেহের মধ্যে চৌদ্দ ভুবন, লওরে আগে খুজিয়া
শূণ্যের পাথর যে বয়তুল্লা, সেইখানেতে নকল পাল্লা
জালালী নূর শানে জাল্লা, নিশ্বাসে রয় মিশিয়া ।।