জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬০২

মানুষের এই চলারই পথ, দিছো তুমি পিছল করে
তাই তো সবাই হেটে যাইতে গিয়া মোহ গর্তে পড়ে ।।
শিকল বাধা চরণ দুইটি, যেতে যদি চায় হাঁটি
এমনি পড়ে ধপাৎ করে, পাপের গুহার ভিতরে ।।
মহাপাপে কলঙ্কিত, মানুষের এই মুখ রঞ্জিত
তোমাদ্বারাই হয় স্থাপিত, দেখাইয়া যাও রাস্তা ধরে ।।
পাতিয়া প্রেমেরই ফাঁদ, কাম রতিতে করো উন্মাদ
তুমি মিটাইয়ো তোমারই সাধ, দুঃখ সই আমি জনম ভরে ।।
আমি নহি দোষের ভাগী, তুমিই সবার অনুরাগী
শান্তি দয়া ভিক্ষা মাগি, হাত উঠাইয়া চিরতরে ।।
জালালে কয় বলবো কত, এই দুনিয়ার পাপী যত
সবেই তোমার ইচ্ছামতো কাজ করে যায় এ সংসারে ।।