জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৭২

মন চাষা তোর সময় গেলো বর্ষা এলো
বীজ বুনো তোর আপন ক্ষেতে ।।
সাড়ে তিন বিঘা জমি, দেও সেলামী
খাজনা বাকী সদরেতে ।।
মালিকের পেয়াদা ছয়জন, করবে বন্ধন
পারিবে না হাল জুড়িতে ।।
প্রেম ভক্তি সত্য দয়া, চারি কোঠার বেড়া দিয়া
নামের বীজ ছড়াওগে তাতে
বীজেতে অঙ্কুর মেলে, ডালে ডালে
ফুল ফুটিবে আপনা হতে ।।
ফুলে যখন ফল ধরিবে, বীজ লুকাবে
আসিয়ে তার ভিতরেতে
পাগল জালাল উদ্দিন বলে, যাবে মিলে
দেখা দিবে এক ছুরতে ।।