জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬৮৬

সত্যের মামলা ডিসমিস হলো, লেখার মতে কোরাণে
কাজির কথায় কাজিই জব্দ, আসল কথার ঘুরানে ।।
কোরাণের পয়লা পাতায়, কইতে আল্লায়, দেখা যে যায়
সব হতেছে তারই ইচ্ছায়, মানুষ দোষী অকারণে ।।
খাতামুল্লা কইয়া আয়াৎ, করেছে সব কিস্তিমাৎ
যাহার যেমন তকদীর বরাত, তাই করবে তার জীবনে ।।
সকলই তো তুমি করাও, হিসাব নিতে কেন বা চাও
মাঝি তুমি আমি যে নাও, বাইয়া চল যাই যেখানে ।।
কবর আজাব, কেয়ামত হাশর, পুলছেরাতের হয় বড় ডর
জালালে কয় ভুল এ খবর, হতেছে সব বর্তমানে ।।