জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ৬২৪

সময় আমার আসছে নিকট, ঘোর সংকট
হারামখোরি আর চলবে নারে ।।
বাড়াইলাম কত কষ্ট, করে নষ্ট
সোনার সংসার এক্কেবারে
জ্ঞান ঠাকুরের হুশ হইলোনা, বিষম দেনা
ডুবলো তরী ঋণের ভারে ।।
মালখানাটা চুপে চুপে সকলরুপে
লুট হয়ে গেলো অন্ধকারে
নারীরা সব নির্বিবাদে, বোচকা বাঁধে
আমি কাঁদি হাহাকারে ।।
আত্মীয় লোক ছিলো যারা, বাড়িছাড়া
করে দিতে চাহে মোরে
এই দেশে নাই সত্য বিচার, মজার ব্যাপার
সব লয়ে গেলো তসীলদারে ।।
করা হলো ঢের চালাকি, দিতে ফাঁকি
বদ বুদ্ধি আর অহংকারে
কখনও এমনি ভাবে আর না যাবে
নিকাশ দাবীর মামলা ঘাড়ে ।।
ধরাকে সরা জ্ঞানে, অভিমানে
হিংসা করছি যারে তারে
জালালে কয় সন্ধ্যাবেলা, বুঝবে ঠেলা
বুক ভাসাবে অশ্রুধারে ।।