সত্য রাখো দয়ায় থাকো, ধর্ম তো আর কিছুই নয়
দরদ ভরা অন্তরেতে রয়না যে কোনোই সংশয় ।।
শুধু ধর্ম নামের পোশাক পড়ে, লোক দেখানো আচার করে
মিথ্যা কয়ে প্রবঞ্চনায়, কাটবে নারে পথের ভয় ।।
আস্থা নাই যার মানব প্রেমে, ধর্ম চিন্তায় কাজ কি নেমে
টুপি মাথে ছোরা হাতে, কসাইখানায় তার স্থান যে হয় ।।
যাইয়োনা ভাই মাজা ঘষায়, থাকো শুধু সত্য সেবায়
দিন যায় আমার এইতো আশায়, শুদ্ধিতে যেন মৃত্যু হয় ।।