জালাল উদ্দিন খাঁ রচিত গান নং ২০৮

আমার হিসাব আমিই নিবো, তোমায় দিতে হবেনা
সদায় যখন সঙ্গে থাকো, তবে কি আর দেখোনা ?
হিসাব তুমি নিবার তরে, স্থান লওনাই আমার ঘরে
শক্তিতে চালাও সবারে, প্রাণ পেয়েছে যতজনা ।।
ভাবি আমি মনে মনে, গড়ছে এসব কেমন জনে
অতিদূরে নীল গগনে কে করে মেঘ চালনা ?
আকাশের গায়ে দিয়ে উকি, কে করে ঐ ঝিকিমিকি
জলে স্থলে তোমার সাক্ষী, দিচ্ছে সবাই যায় শোনা ।।
নিমেষে ব্রহ্মাণ্ড ঘুরি, বুঝতে এসব কারিগরী
চিন্তায় সারা জীবন ভরি, বিশ্রাম যে আর পেলেম না ।।
দিয়া সুখে জলাঞ্জলি, জালালে কয় নিশ্চয় বলি
যেথা ছিলেম যাবো চলি, ফিরাতে কেউ পারবে না ।।