দেখলে ছবি পাগল হবি, ঘরে রইতে পারবি না
এই চৌদ্দ ভুবনে আমার মুর্শিদ মওলানা ।।
মোহন মুরতি বাবার, দেখলে পরে ঘোচে আঁধার
আরশ কুরসি সাগর পাহাড়, দেখবার বাকী থাকেনা ।।
যিশু দেখে খ্রিস্টানেরা, ভাবে জিন-দেব জৈনেরা
হিন্দু ভাবে মদনমোহন শ্রীনন্দের কেলে সোনা ।।
এশক ভাবে রাখিলে প্রাণ, পানি হয়ে যায় পাষাণ
নূরেরই তাজাল্লি শান, করিয়া দেয় দিল ফানা ।।
বাহিরেতে পীরের ছবি, ভিতরে সেই নূরের নবী
ধ্যানের দেশে আল্লা হবি, জালাল কয় ডুবে দেখনা ।।